আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভাবে অনুষ্ঠিত করতে না পারলে রাষ্ট্র চরমভাবে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
তিনি বলেছেন, যদি কোনো কারণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন না করতে পারি, অথবা যদি কোনো কারণে ব্যর্থ হই, তাহলে আমাদের রাষ্ট্র নিজেই ব্যর্থ রাষ্ট্র হয়ে যাবে।
আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় নির্বাচন কমিশনার বলেন, আমরা এবারের ভোটে সর্বাধিক বিচারিক হাকিম নিয়োগ করেছি। উদ্দেশ্য হলো একটাই, অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন।