২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

আগামী ৭ জানুয়ারী নির্বাচনের শুরু থেকে ফল ঘোষণা পর্যন্ত চলবে নির্বাচন কমিশন ইসির বিরতিহীন তথ্য সরবরাহের কাজ

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরু থেকে ভোটের প্রাথমিক তথ্য, নির্বাচনের ফল এবং অন্যান্য তথ্যাদি বিরতিহীনভাবে সরবরাহ করবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার ইসি সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের দিন থেকে শুরু করে ভোটকেন্দ্রে ভোট গণনা শেষে ফলসহ নির্বাচনী দ্রব্যাদি রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌঁছানোর তথ্য সংগ্রহ করবে ইসি। বিশেষ করে ভোটগ্রহণ চলাকালে নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতির তথ্য সংগ্রহ করা, ভোটগ্রহণ শেষে রিটার্নিং অফিসারদের কাছ থেকে ইসি সচিবালয়ে প্রাথমিক বেসরকারি ফল সংগ্রহ ও পরিবেশনের ব্যবস্থা ইসির পক্ষ থেকে করা হয়েছে। এসব বিষয়ে ভোটগ্রহণের দিন ৭ জানুয়ারী রোববার সকাল ৮টা থেকে সর্বশেষ বেসরকারি প্রাথমিক ফল সংগ্রহ ও পরিবেশন না হওয়া পর্যন্ত বিরতিহীনভাবে তথ্য সরবরাহ কার্যক্রম অব্যাহত থাকবে।

এছাড়া, সর্বশেষ প্রাথমিক বেসরকারি ফল এবং অন্যান্য তথ্যাদি সংগ্রহ ও প্রাসঙ্গিক কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার জন্য কর্মকর্তা-কর্মচারীদের বিশেষভাবে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসি।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত