আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ আমাদের আশ্বস্ত করেছিল যে, নির্বাচন সুষ্ঠু হবে। আমরা তাদের ওপর সেই আস্থা রেখেই নির্বাচনে গিয়েছি, কিন্তু তারা তাদের কথা রাখেনি। এরকম করলে তো যুদ্ধ ছাড়া অন্যকিছু দিয়ে সমাধান সম্ভব নয়। সার্বিকভাবে দেশের নির্বাচন ভালো হয়নি। আমরা এটি আশঙ্কা করেছিলাম। সরকার যেখানে চেয়েছে নির্বাচন নিরপেক্ষ করেছে, আবার যেখানে চেয়েছে সেখানেই তাদের প্রার্থীকে জিতিয়েছে। তাই নির্বাচন গ্রহণযোগ্য হয়নি বলে আমরা মনে করছি।
নিজ দেশ রংপুরে সাংবাদিকদের সাথে আলোচনাকালে জাপা চেয়ারম্যান আরো বলেন, এসব কারণেই নির্বাচনে কেউ আসতেও চায়নি। আন্তর্জাতিকভাবে এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে কি না তা আমি বলতে পারছি না। তবে আমার মূল্যায়নে সরকারের নিয়ন্ত্রিত এ নির্বাচন আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাওয়ার কথা না।