আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ৭ জানুয়ারী রোববার অনুষ্ঠিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ বা সুষ্ঠু ছিল না বলে উল্লেখ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ৭ নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় চরম হতাশা প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর।
আ সোমবার (৯ জানুয়ারী) মার্কিন পররাষ্ট্র দপ্তর একটি বিশেষ বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানিয়েছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি তাদের আকাঙ্ক্ষাকে সমর্থন করে। যুক্তরাষ্ট্র লক্ষ করেছে, সাত জানুয়ারির সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে রাজনৈতিক বিরোধী দলের হাজার হাজার সদস্যকে গ্রেপ্তার এবং নির্বাচনের দিন অনিয়মের খবরে গভীরভাবে উদ্বিগ্ন।