আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে আবারও হুথি বিদ্রোহী গোষ্ঠীর ওপর ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এ নিয়ে গত এক সপ্তাহে দেশটিতে তিনবার হামলা চালালো মার্কিন সামরিক বাহিনী।
এর আগে প্রথম হামলা চালানো হয়েছে গত বৃহস্পতিবার দিবাগত রাতে। ওই হামলায় মার্কিন বাহিনীর সঙ্গে যুক্তরাজ্যও অংশ নেয়। পরবর্তী হামলায় শুক্রবার ও মঙ্গলবার। এসব হামলায় অংশ নেয়নি ইংল্যান্ড।
জানা গিয়েছে, সর্বশেষ হামলায় স্থানীয় মঙ্গলবার ভোর সোয়া চারটায়। এই হামলায় মার্কিন বাহিনী ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকা থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করা চারটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে আঘাত করে সেগুলো ধ্বংস করে দেয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডা বা ইউএস সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
হামলার বিষয়ে দুই মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ইয়েমেনে অবস্থানরত হুতি বিদ্রোহী গোষ্ঠীর লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে তৃতীয় মার্কিন সামরিক হামলা চালানো হয়, কারণ চারটি ক্ষেপণাস্ত্র বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার জন্য প্রস্তুত করা হয়েছিল। সূত্র: নিউ ইয়র্ক টাইমস-এবিসি নিউজ- ইউএসএ টুডে-