আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গেল ২০২৩ সালের ভারতে অনুষ্ঠিতব্য ওড়িআই বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোখের সমস্যা নিয়েই বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলে গিয়েছেন সাকিব আল হাসান। এবারের বিপিএলে ঢাকা পর্ব থেকেই রংপুর রাইডার্সের জার্সিতে চোখের সমস্যা নিয়েই খেলে যাচ্ছেন সাকিব আল হাসান।
চোখের সমস্যার কারণে রংপুরের জার্সিতে প্রথম ম্যাচ খেলেই সিঙ্গাপুরে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে গিয়েছিলেন সাকিব। এবারে সিলেট পর্বের প্রথম ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে তাকে।
জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার (২৫ শে জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সিলেটের খান সাহেব ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে পৌঁছান সাকিব আল হাসান। এসময় সাকিব আল হাসানের সাথে ছিলেন রংপুর রাইডার্স এর সিইও ইশতিয়াক সাদেক।
আগামীকাল শুক্রবার দুপুর ২টায় বিপিএলের সিলেট পর্বের উদ্বোধনী ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে খেলতে মাঠে নামবে সাকিবের রংপুর রাইডার্স। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সিলেট পর্বের প্রথম ম্যাচ থেকেই রংপুরের জার্সিতে মাঠ মাতাবেন সাকিব আল হাসান।