আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: চারজন ইহুদি দ’খ’লদার সেটেলারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলার কারণে তাদের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন প্রশাসন।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে বাইডেন এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সেখানে বলা হয়েছে, সহিংসতা অসহনীয় মাত্রায় পৌঁছেছে। এই নিষেধাজ্ঞার আওতাধীন ব্যক্তিরা এখন থেকে তাদের মার্কিন সম্পত্তি কোনভাবেই ব্যবহার করতে পারবেন না।