আওয়ার টাইমস নিউজ।
দ’খ’ল’দার ই’হু’দী ই’স’রাইল কর্তৃক অ’বরুদ্ধ গাজা উপত্যকায় চ’লমান ই’সরাইলি সা’মরিক বা’হিনীর ব’র্বর আ’গ্রাসনের মধ্যেই একটি গ’ণকবরের স’ন্ধান পাওয়ার পর ই’স’রাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক তদন্তের আ’হ্বান জানিয়েছে ফি’লিস্তিনি কর্তৃপক্ষ।
পশ্চিম তীরভিত্তিক ফি’লিস্তিনের পররাষ্ট্র ম’ন্ত্রণালয়ের অভিযোগ, যেভাবে মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ঠিক সেভাবেই অসহায় বন্দি ফিলিস্তিনি বেসামরিক মানুষকে হ’ত্যা ক’রছে ই’সরাইলি সে’নারা। আর গাজায় ইসরাইলের সঙ্গে যুদ্ধরত ফি’লিস্তিনি গোষ্ঠী হা’মাস আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি বিষয়টি নথিভুক্ত করার আহ্বান জানিয়েছে। খবর আল-জাজিরা’র।
উত্তর গাজার হামাদ স্কুলের কাছে মাটিচাপা ‘প্লাস্টিকের ব্যাগে’ চোখ বাঁধা ও হাতকড়া পরানো ফি’লিস্তিনি বন্দিদের অন্তত ৩০টি মৃ’তদেহ পাওয়া গিয়েছে, ইতোমধ্যেই মৃতদেহগুলোতে পচন ধরেছে বলে জানিয়েছে ফিলিস্তিন কতৃপক্ষ।
বুধবার এ নিশংস ঘটনাকে ই’সরাইলি ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ‘গণহত্যার সত্যতা ও আমাদের জনগণ কী ধরনের ভীতিকর নির্যাতনের শিকার হচ্ছে তা খুঁজে বের করতে আন্তর্জাতিক তদন্ত দলকে গাজা পরিদর্শনের আহ্বান’ জানানো হয়েছে।
এদিকে প্রত্যক্ষদর্শীরা কাতার ভিত্তিকক সংবাদ মাধ্যম আল-জাজিরাকে জানিয়েছেন, ব্যাগে ভরার আগে ব’ন্দিদের চোখ বেঁধে নির্যাতন করা হয়েছে। তারপর তাদেরকে নি’র্মমভাবে হত্যা করা হয়েছে।
।