আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সাবমেরিন ড্রোন ব্যবহার করে কৃষ্ণ সাগরে একটি রাশিয়ান রণতরী ধ্বংসের দাবি করেছে ইউক্রেন প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) তাদের দাবির প্রমাণ সাপেক্ষে একটি ভিডিও প্রকাশ করেছে দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের একটি সংবাদ প্রতিবেদনে এ তথ্য জানায়।
ওই প্রতিবেদনে বলা হয়, অন্তত ৬টি ড্রোন ব্যাহার করে রুশ যুদ্ধ জাহাজে হামলা করা হয়েছে, এবং যেগুলোর প্রত্যেকটির মধ্যে কমপক্ষে ৩শ’ কেজি বিস্ফোরক ছিলো।