আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গত ৬ ফেব্রুয়ারী এশিয়া মহাদেশের শীর্ষ পর্যায়ের আলেম মাওলানা আরশাদ মাদানি, তাবলীগ জামাতের বিতর্কিত আমীর মাওলানা সা’দ সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তা প্রত্যাখ্যান করে দারুল উলূম দেওবন্দের হাদীসের মুহতামমি ও শায়খ হযরত মাওলানা মুফতি আবুল কাসিম মাওলানা আরশাদ মাদানির বক্তব্যের সম্পুর্ন ব্যাখ্যাও দিয়েছেন।
তিনি বলেন, আমি এ কথা শুনে ভীষণ অবাক হয়েছি যে, কেউ কেউ নাকি বলে বেড়াচ্ছে যে, মাওলানা সাদ সাহেবের ব্যাপারে দারুল উলূম দেওবন্দের ফতোয়ায় পরিবর্তন এসেছে। এই অপপ্রচার শুনে আমি যারপরনাই অবাক হয়েছি। কারণ, ফতোয়া প্রকাশিত হওয়ার পর মাওলানা সাদ সাহেব দারুল উলুম দেওবন্দে আসেননি। আমাদের কারো সাথে তার কোনো সাক্ষাতও ঘটেনি। তিনি ব্যক্তিগত সফরে মাওলানা আরশাদ মাদানি সাহেবের সাথে সাক্ষাত করেছেন। তার সাথে সৌজন্যতামূলক নিমন্ত্রণ হয়েছে। তাদের মাঝে কী কথপোকথন হয়েছে, তা আমরা শুনিনি।
আমি আবারও বলছি যে, তিনি দারুল উলুম দেওবন্দে আসেননি এবং কোনো মাসআলায় আমাদের সামনে তিনি রুজু করেননি। তিনি বিগত কয়েক বছর যাবত যেসব গুমরাহ বয়ান দিয়ে যাচ্ছেন, তার কোনোটা থেকে তিনি রুজুর ঘোষণা করেননি।
আমি আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ থেকে বলছি যে, তিনি এখনো অবিকল পূর্বের মতো গুমরাহ বয়ান করে থাকেন। এ বছর (২০২৪ ই.) জানুয়ারির শেষ সপ্তাহে তার বয়ান সংকলন ‘ইরশাদাতে আকাবির’ নামে প্রকাশিত হয়েছে। বইটি এখন আমার সামনে রয়েছে। এ বইয়ের মাঝে অবিকল তার সেসব গুমরাহিপূর্ণ আপত্তিকর বয়ান রয়েছে, যা তিনি নিয়মিত বলে থাকেন।
অতএব, তার রুজুর ব্যাপারে মাওলানা আরশাদ মাদানি দা.বা. কোনো কথা বলে থাকলে এটা একান্তই তার নিজস্ব অভিমত। এর সাথে দারুল উলুম দেওবন্দের প্রাতিষ্ঠানিক অবস্থানের কোনোরূপ সম্পর্ক নেই। মাওলানা সাদ সাহেবের ব্যাপারে দারুল উলূম দেওবন্দের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি এবং এ জাতীয় কোনো ঘোষণা আমরা দিইনি। এ কথা আপনারা সবাইকে জানিয়ে দিন। আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ