আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ই’হু’দি’বাদী ই’সরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানালেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি।
ইরানের স্থানীয় সময় (রোববার ) রাজধানী তেহরানে ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সমাবেশে, অবৈধ ইসরাইলের সদস্যপদ বাতিলের আহবান জানান রাইহি। খবর প্রেস টিভির।
এ সময় তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ব’র্ণবাদী ই’সরাইল এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চারশ’ ইশতেহার, প্রস্তাব ও ঘোষণা লঙ্ঘন করেছে। তারা জাতিসংঘের প্রস্তাব ও নীতিমালা মানে না।
তিনি আরো বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু। ফিলিস্তিনের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে ইনশা-আল্লাহ্।