
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফ্জুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশী খোদ হাফেজ মুহাম্মদ বশীর আহমেদ।
ইরানের জাতীয় সংবাদমাধ্যমগুলো সূত্রে জানা গিয়েছে, প্রতিবছর ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক এ হিফ্জুল কুরআন প্রতিযোগিতাটিকে বিশ্বের সবচেয়ে বড় কুরআন প্রতিযোগিতা হিসেবে মনে করা হয়। সারা বিশ্বের কমপক্ষে ১’শত বেশী রাষ্ট্র থেকে শত শত হাফেজ ক্বারী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।
বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া বশীর আহমেদ রাজধানী যাত্রাবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী। প্রতিষ্ঠানটির সম্মানিত চেয়ারম্যান শায়েখ ক্বারী নেছার আহমেদ আন নাসিরী জানিয়েছেন, গত ১৪ ফেব্রুয়ারী ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, এ সময় তিনি বলেন,
গত ৪০ বছরে বাংলাদেশের হয়ে কোন প্রতিযোগী ইরানে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করতে পারেনি, বশীর আহমেদই বাংলাদেশের প্রথম কোন প্রতিযোগি যে, ইরানের অনুষ্ঠিত কোন হিফ্জুল কুরআন প্রতিযোগিতায বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মহা গৌরব অর্জন করেছে।