
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে একটি গির্জার মধ্যে হঠাৎ এক দল বন্দুকধারী হামলা চালিয়ে কমপক্ষে ১৫ জন মানুষকে হত্যা করেছে। গতকাল রোববার (২৫ ফেব্রুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় ইসকানে ভয়াবহ এ দুর্ঘটনাটি ঘটে। খবর কাতার ভিত্তিকক সংবাদ আল জাজিরার।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতরা সবাই ক্যাথলিক ধারার অনুসারী। প্রার্থনা চলাকালে বন্দুকধারীরা ভয়াবহ এ হামলা চলায়। এতে ঘটনাস্থলেই মারা যান ১২ জন। এ ঘটনায় গুরুতর আহত তিনজনের ও মৃত্যু হয়।