আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মহা বরকতময় রজনী মহিমান্বিত পবিত্র লাইলাতুল কদরের সন্ধানে মহান আল্লাহ রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র রমজান মাসের শেষ দশকের পাঁচটি বেজোড় রাতের মধ্যে চতুর্থ রাত পার করছে সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলমারা।
এদিকে মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদরের সন্ধ্যানে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির পদচারণায় মুখোরিত হয়ে উঠেছে মসজিদে নববি ও মক্কার গ্র্যান্ড মসজিদ। রোববার (৭ এপ্রিল) একটি সংবাদ প্রতিবেদনে সৌদি আরবের সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য জানায়।
ওই প্রতিবেদনে বলা হয়, লাইলাতুল কদরের সন্ধানে ওমরাহ পালনকারীরা মক্কার গ্র্যান্ড মসজিদের আঙ্গিনায় জড়ো হয়েছিল। এই পবিত্র রাতেই মহাগ্রন্থ আল কুরআন’ নবী মুহাম্মদ (সা.)-এর কাছে প্রথম অবতীর্ণ হয়েছিল। তাই সারা বিশ্বের সমস্ত মুসলমানদের কাছে এই রাতের গুরুত্ব অপরিসীম।
মক্কা ও মদিনার মসজিদের জেনারেল অথরিটি বিভাগ জানিয়েছে, আনুমানিক ২৫ লাখ মুসল্লি গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববিতে সালাত আদায় করেন। বিশেষকরে, গ্র্যান্ড মসজিদের চারপাশে প্রায় ২ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে লাখ লাখ মানুষ নামাজ আদায় করেছেন।