আওয়ার টাইমস নিউজ।
ইসলাম ডেস্ক: ইসলাম ধর্মাবলম্বীদের কাছে পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা মানেই অত্যন্ত আনন্দ ও খুশির দিন। আর এই ঈদের দিনের মধ্যে একটি বিশেষ আকর্ষণ হচ্ছে ঈদ সালামি। বড়দের কাছ থেকে পাওয়ায ঈদ সালামি শিশু কিশোরদের ঈদের আনন্দ যেন বহুগুণ বাড়িয়ে দেয়।
ইসলামী শরীয়ত অনুযায়ী ঈদ সালামির এই প্রচলনটিতে কোন বিধি নিষেধ নেই। বরং এটি একটি সুন্দর সামাজিক রীতি। এর মাধ্যমে ছোটদের প্রতি স্নেহ ভালোবাসা প্রকাশ পায়।
এছাড়া ইসলামে উপহার লেন-দেনের জন্য উৎসাহিত করা হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে, যদি কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে কিছু দেন বা ভালোবাসেন, অথবা আল্লাহর সন্তুষ্টির জন্যই কিছু দেওয়া থেকে বিরত থাকে বা কাওকে ঘৃণা করে, সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করল।(তিরমিজি: ২৫২১)
এছাড়াও অন্য একটি হাদিসে বর্ণিত আছে যে, তোমরা হাদিয়া লেন-দেন করো। এতে তোমাদের মধ্যে পারস্পরিক মহব্বত বৃদ্ধি পাবে।মুফরাদ: ৫৯৪)
তবে এই ঈদ সালামি দেয়ার ক্ষেত্রে আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে।
১: ঈদ সালামি পাওয়ার পর বাচ্চারা সেই টাকা গুনাহের কাজে খরচ অথবা অপচয় করছে কিনা সে দিকে অভিভাবকদের খেয়াল রাখা উচিত।
২: ঈদের দিন বড়দের পা ছুঁয়ে ছোটদের সালাম করার একটি প্রচলন রয়েছে, ইসলামের দৃষ্টিতে এটি সম্পূর্ণ ভুল একটা রীতি। এই ধরনের প্রচলনকে আমাদের প্রত্যাখ্যান করা জরুরী।
৩:সালামি দেওয়ার ক্ষেত্রে ভাই বোন ও সন্তানদের মধ্যে কাউকে বঞ্চিত করা যাবে না।