আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: হাইয়াতুল ইমতিহানিল মারকাজি লিল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় প্রথমবারের মতো অংশগ্ৰহন করেই ঈর্ষণীয় সাফল্য অর্জন করলো ঢাকা চিটাগাং রোড সংলগ্ন মাদানীনগর বড় মাদ্রাসার পাশে অবস্থিত জামিয়া হোসাইনিয়া মাদিনাতুল উলুম মাদানীনগর মাদ্রাসা।
জানা গিয়েছে, জামেয়া হোসাইনীয়া মদিনাতুল উলুম মাদানীনগর প্রতিষ্ঠার দ্বিতীয় বছরেই অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। মাদানি নেসাবের বোর্ড পরীক্ষায় সারাদেশের মধ্যে সেরা প্রতিষ্ঠানের মধ্য অন্যতম প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে শিক্ষার্থীদের মাঝে বিপুল সাড়া ফেলেছে! দ্বিতীয় বছরেই বোর্ড পরীক্ষায় ২৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে ষোলটি মুমতায (গোল্ডেন এ প্লাস )দুইটি মেধাতারিকায় সেরা দশম ও ১৪ তম ১২ টি যায়্যিদ জিদ্দান স্টারমার্ক সহ শতভাগ পাস ।
প্রতিষ্ঠানটির সম্মানিত প্রিন্সিপাল ( মুহতামিম ) মাওলানা সাইফুল ইসলাম আল হোসাইনির সাথে আমাদের আওয়ার টাইমস নিউজ এর প্রতিনিধি কথা বলে জানতে চেয়েছেন যে এত অল্প সময়ের মধ্যে তারা কিভাবে এমন অবিস্মরণীয় সাফল্য অর্জন করলো! জবাবে তিনি জানিয়েছেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের অশেষ মেহেরবানীতে আমাদের কঠোর শৃঙ্খলা অধ্যবসায় পরিশ্রম এবং ওস্তাদদের পাঠ পরিকল্পনা ও প্রত্যেক শিক্ষার্থীদের ওপর শিক্ষকদের সার্বক্ষণিক নজরদারি রাখা এবং লিখাপড়ার পাশাপাশি তালিম-তরবিয়তের সমন্বয়েই এই অসাধারণ রেজাল্ট করা সম্ভব হয়েছে।
এ সময় প্রতিষ্ঠানটিতে পাঠ্যসূচি কি কি জানতে চাওয়া হলে তিনি বলেন আরবি এবং ইংরেজি মাধ্যম” আমাদের এই প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা মাত্র ৭ বছরের মধ্যেই দাওরা হাদিস মাস্টার্স পাশ করে স্কলারশিপ নিয়ে বিশ্বের নামিদামি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ লাভ করবে ইনশা-আল্লাহ্। যেমন, মিশর আল আজহার, মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি ,দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা সহ সারা বিশ্বের সুনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটিতে আবাসিক শিক্ষার্থীদের জন্য স্বল্প খরচে উন্নত মানের তিন বেলা খাবার পরিবেশন করা হয় , বিশুদ্ধ পানি সার্বক্ষণিক বিদ্যুৎ আই পি এস এর সংযোগ , আলো বাতাস যুক্ত কোলাহলমুক্ত পরিবেশে পাঠদান করা হয় । মাদ্রাসায় কোটাভিত্তিক ছাত্র ভর্তি করানো হয় কারণ জায়গার স্বল্পতার দরুন মাত্র দুইশত ছাত্র চলতি সেশনে ভর্তির সুযোগ পাবে, এবং আগামী বৎসর হাজারের উপর ছাত্র যেন আমাদের প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে সেই লক্ষ্যে আমরা ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছি।
তিনি আরো বলেন, আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হলো আমরা অযোগ্য ’ দুর্বল’ অমনোযোগী শিক্ষার্থীদের বিশেষ কৌশলের মাধ্যমে যোগ্য করে গড়ে তোলার চ্যালেঞ্জ গ্রহণ করি। আলহামদুলিল্লাহ্ আমরা তাতে সাফল্যও দেখাতে পেরেছি।
প্রতিষ্ঠানটিতে বর্তমানে তিনটি বিভাগ চালু রয়েছে ১)
আদর্শ নূরানী বিভাগ শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত
২) আন্তর্জাতিক মানসম্পন্ন হিফজুল কুরআন বিভাগ এক থেকে দুই বৎসরের মধ্যেই হিফজ শেষ করানো এবং সৌদি আরব, দুবাই, মিশর সহ আন্তর্জাতিক হিফ্জুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণর যোগ্য করে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা।
৩) কিতাব বিভাগ মাদানী নেসাব আরবি ও ইংরেজি মাধ্যম প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষ পর্যায়ক্রমে দাওরা হাদিস পর্যন্ত উন্নীত করার প্রক্রিয়া গ্রহণ।
এদিকে আগামীতে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এর চেয়েও ভালো রেজাল্ট করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন মাওলানা সাইফুল ইসলাম আল হোসাইনি।
ভর্তির সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কল করুন..+8801611348170 +8801928219697