আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: লখনৌর সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচটা ভয়ং’কর দুঃস্বপ্নের মতো কেটেছিল বাংলার মুস্তফিজুর রহমানের।
লখনৌর বিপক্ষে শেষ ওভারে ১৭ রান আটকাতে গিয়ে প্রথম ৩ বলেই ১৯ রান দিয়ে নিজের দল চেন্নাইকে বড় পরাজয়ের স্বাদ দিয়েছিল ফিজ। সেই হারের ক্ষত ভুলে গিয়ে গত রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ভালোভাবেই ঘুরে দাঁড়ালেন মোস্তাফিজ। তার ছন্দে ফেরার দিনে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে শীর্ষ তিনে ফিরলো চেন্নাই সুপার জায়ান্টরা।
এদিন ম্যাচটিতে ৭৮ রানের বিশাল দাপুটে জয় পেয়েছে আইপিএলের ৫ বারের চ্যাম্পিয়নরা। বল হাতে মাত্র ১৯ রান দিয়ে মদুই উইকেট শিকার করেছেন বাংলাদেশের কাটার মাস্টার।