আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগে (এসএলসি) প্রাথমিকভাবে ডাক পেয়েছেন বিভিন্ন দেশের ৫০০ বিদেশি ক্রিকেটার।
ক্রিকেট খেলুড়ে ২৪টি দেশের ক্রিকেটাররা নিজেদের নাম লেখান এ নিলামের জন্য। তাদের তালিক সোমবার (২৯ এপ্রিল) চূড়ান্ত করেছে এসএলসি। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
এদিকে বাংলাদেশ থেকে ডাক পেয়েছেন চারজন ক্রিকেটার। ওপেনার তামিম ইকবাল খাঁন, বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ রয়েছেন আছেন এই তালিকায়।