
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ফি’লিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ও ইসরাইলের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই মিসর সীমান্তের রাফা এলাকা থেকে ছোড়া বিধ্বংসী রকেট হামলায় চার ই’সরায়েলি সেনা নিহত হয়েছে।
হা’মাসের এ রকেট হামলায় আরও কমপক্ষে ১০ জন ই’সরায়েলি সেনা গুরুতর আহত হয়েছে। রোববার (৫ মে) এ হামলার ঘটনা ই’সরাইলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল তাদের এক সংবাদ প্রতিবেদনে নিশ্চিত করেছে।
এদিকে ফি’লিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হা’মাস এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
হামলায় বিষয়ে ই’সরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, দক্ষিণ গাজার রাফা সীমান্ত থেকে ই’সরায়েলের কেরেম শালম এলাকায় অন্তত ১০টি বিধ্বংসী রকেট ছোঁড়ে হা’মাস যু’দ্ধারা এতে (আইভিএফ)এর ৪ সেনা নিহত হয়েছে।