আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র হজ ভিসায় সৌদি আরবে যাওয়া হাজিরা শুধু মাত্র জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করতে পারবে। এই তিন শহর ব্যতীত অন্য কোনো শহরে ভ্রমণ করার ওপর রয়েছে কঠোর নিষেধাজ্ঞা। সেই সাথে কাজ কিংবা বসবাসেরও নেই কোন অনুমতি।
রোববার (৫ মে) এক প্রতিবেদনে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের হজ ও ওমরাহ্ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, শুধু হজ ভিসা দিয়েই ২০২৪ সালে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া তীর্থযাত্রীরা ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র জেদ্দা, মদিনা ও মক্কা শহরে।
এই বিধিনিষেধ লঙ্ঘনকারী ব্যক্তিকে ভবিষ্যতে হজে অংশ নেওয়ার অনুমতি দেয়া হবে না। এমনকি ভিসা বাতিল করে দেশ থেকেও বের করে দেওয়া হতে পারে। হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্যই বৈধ। এই সময়ের মধ্যে হজ ভিসা নেওয়া ব্যক্তিদের ওমরাহ পালন বা যেকোনো ধরনের আর্থিক বা অবৈতনিক কাজের ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন বিধিতে।