আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: তাওহীদ হৃদয়ের ফিফটি ও জাকির আলীর ৪৪ রানের ইনিংসের ওপর ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল।
টাইগারদের দেয়া ১৬৬ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস, ফলে ৯ রানের জয় নিয়ে ২ ম্যাচ আগেই সিরিজ জিতে নিলো বাংলাদেশ দল।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের এমন লো স্কোর এবং কষ্ট করে জয় পাওয়ার বিষয়টি মেনে নিতে পারছেন না টাইগার সমর্থকরা। তারা বলছেন জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের এমন পারফরম্যান্স বিশ্বকাপে বড় দলগুলোর সঙ্গে জয়ের আশা দেখছেন না সমর্থকরা।