আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় দ’খলদার ই’হুদী ই’সরাইলের দুই রিজার্ভ সেনার মৃত্যু হয়েছে। সোমবার (৬ মে) উত্তর ইসরাইলের মেতুলার একটি সামরিক অবস্থানে ওই ড্রোন হামলা হয়। মঙ্গলবার ই’সরাইলি বাহিনীর পক্ষ থেকে তাদের দুই সেনা নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে।