আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি বিষয়ে বলেছেন, ভোটের হার ৩০ থেকে ৪০ শতাংশের মধ্যে থাকতে পারে। একটি কারণ হতে পারে যে বর্ষা, সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি ছিল। আবার ধান কাটার একটা মৌসুম ছিল। আমরা জানার চেষ্টা করেছি। আমাদেরকে বলা হয়েছে, অনেকেই ধান কাটতে থাকায় উনারা ভোট দিতে কেন্দ্রে আসেননি।
আজ বুধবার (৮ মে) বিকেলে উপজেলার প্রথম ধাপের ভোটগ্রহণ শেষে এক সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আউয়াল এসব কথা বলেন।