আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: চলতি বছরের হজের প্রথম ফ্লাইট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার (৯ মে) থেকে। আজ ভোর সোয়া ৪টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ৪০৯ জন হজযাত্রী জেদ্দার উদ্দেশ্য ঢাকা ছেড়ে গিয়েছে।
এরপর পর্যায়ক্রমে সকাল ৭টা ২০ মিনিটে বাংলাদেশ বিমান দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ৪১৭ জন হাজি। ভোর সাড়ে ৫টায় এই ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এরপর সকাল ৮টায় ফ্লাইনাস এয়ারের আরেকটি ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।