আওয়ার টাইমস নিউজ।
নিহত পাইলট আসিম জাওয়াদের একজন সহকর্মী অফিসারের ফেসবুক ওয়াল থেকে নেওয়া লিখাটি পাঠক/পাঠিকাদের জন্য হুবহু তুলে ধরা হলো।
পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই
সরি আসিম জাওয়াদ তোমার সাথে আর দেখা হবেনা, হবেনা আর কখনও কথা বলা।
২০১৬ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ শুরু করে এভিয়েশন সিকিউরিটি বা এভসেক নামে একটি কম্পোজিট ইউনিট। এতে পুলিশ, বিমান বাহিনী ও আনসার ভিডিপির সদস্যরা একটি ইউনিটে একত্রে কাজ করার বিরল অভিজ্ঞতার সুযোগ হয়েছিল। আমি সিনিয়র এএসপি হিসেবে প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলাম।
শুধু কাজের সুযোগই নয় সুযোগ পেয়েছিলাম বিমান বাহিনী আর আনসারের এক ঝাঁক তরুণ অফিসারের সাথে কাজ করে নতুন কিছু শেখার।
সেই সুযোগেই পরিচয় হয় আসিম জাওয়াদের সাথে। একজন অফিসার কতটা অমায়িক আর আন্তরিক হতে পারে তার সাথে কথা না বললে বোঝা যাবেনা। বয়সে আমার অনেক ছোট হওয়ায় প্রায় সবাইকে আমি ছোট ভাইয়ের মত তুমি করে বলতাম, তারাও আমাকে বড় ভাইয়ের মত ভালবাসত, সম্মান করত। তখনও সে বিয়ে করেনি। অনেক দিন পার হয়ে গেল, ফেসবুকের কল্যাণে তার বিয়ে, বউ-বাচ্চা নিয়ে ঘুরে বেড়ানোসহ নানা সফলতার ছবি দেখেছি,মাঝেমধ্যে কথাও হত।
কিন্তু হুট করে এভাবে চলে যাবে ভাবতে পারিনি। স্মৃতির পাতায় চলে গেল আমাদের নায়ক আসিম জাওয়াদ। দুঃখিত ভাই শেষ বারের মত তোমার খোঁজটাও নিতে দিলেনা। তবে বীরের মত তোমার অন্তিম যাত্রা আমাদের দেশপ্রেমে উজ্জীবিত করে দিল। ওপারে ভাল থাক ভাই। আল্লাহ নিশ্চয়ই তোমার এই ত্যাগের যথাযথ মূল্যায়ন করবেন।