আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: সফরকারী দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে বিধ্বস্ত হলো শান্ত ও হাতুড়ি সিংয়ের দল।
আজ রোববার (১২ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের দেয়া ১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট ও ৯ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বিশ্বকাপে সুযোগ না পাওয়া জিম্বাবুয়ে দল।
জিম্বাবুয়ে দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান আসে অধিনায়ক সিকান্দার রাজার ব্যাট থেকে।
জিম্বাবুয়ের মতো দুর্বল দলের দুর্বল বোলিংয়ের সামনে যদি এমন বাজে ভাঙ্গা ভুঙ্গা ব্যাটিং করে, তবে কিভাবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় দলের বিপক্ষে ভালো ব্যাটিং করবে? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এমন প্রশ্নেই ছুড়ে দিয়েছে বাংলার ক্রিকেট সমর্থকরা!