আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে আনারকে খুন করার পরে যে ‘কসাই’ তার দেহ টুকরো করেছিল বলে অভিযোগ, তাকে কলকাতায় গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের সিআইডি।
শুক্রবার জিহাদ হাওলাদার নামের ওই আসামির ১২ দিনের রিমান্ড মঞ্জুর করে দেশটির বারাসাতের একটি আদালত।
এদিকে জিহাদ নামের ওই ভয়ংকর কসাইয়ের রিমান্ড মঞ্জুরের পর শুক্রবার তাকে নিয়ে পুলিশ নিহত এমপির দেহাংশের খোঁজে পোলেরহাট থানার জিরানগাছা এলাকার বিভিন্ন স্পটে তল্লাসি চালায় কলকাতা সিআইডি।
জানা গিয়েছে, কসাই জিহাদ এমপি আনারের পুরো শরীর থেকে ছোট ছোট টুকরো করে মাংস আলাদা করে একটি ট্রলি বেগে ভরে ডোবায় ফেলে দেয়।