আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত মহা শক্তিশালী ঘূর্ণিঝড় রিমাল শতগুণ শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। এটি ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে।
ইতোমধ্যে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে। দেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় অঞ্চলে মহাবিপৎসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়াও ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জেলায় অতিভারী বর্ষণ, এবং কয়েকটি জেলায় জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা আছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সর্বশেষ ১০নং বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ রোববার (২৬ মে) সকাল ৬টায় চট্টগ্রাম বন্দর থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৩৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা বন্দর থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার দক্ষিাণে অবস্থান করছিল।
ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়া আকারে ১২০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এজন্য পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত নামিয়ে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। এ ছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৯ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়েছে।