আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: শক্তিশালী টর্নেডো ঝড়ের তাণ্ডবে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩টি অঙ্গরাজ্যে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। গতিপথে টর্নেডোর বিধ্বংসী তাণ্ডবে বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, রোববার (২৬ মে) মার্কিন যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে ভয়াবহ এ ঘূর্ণিঝড় আঘাত হানে। ক্ষতিগ্রস্ত হয়েছে ওকলাহোমা, টেক্সাস এবং আরকানসাস।
জানা গিয়েছে, ভারি বৃষ্টিপাত ও বজ্রপাতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় দেড় লাখের মতো সাধারণ মানুষ। এছাড়াও সেখানে প্রতিনিয়ত বেড়েই চলেছে আহতের সংখ্যা। শক্তিশালী এ টর্নেডো ঝড়ের আঘাতে ভেঙে পড়েছে বহু বাড়িঘর। উপড়ে গেছে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ৫ লাখেরও বেশি বাসিন্দা। ধংসস্তূপ সরাতে ও আহতদের উদ্ধার করতে কাজ করছে মার্কিন উদ্ধারকর্মীরা।