আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ঘূর্ণিঝড় রেমালের বিধ্বংসী তাণ্ডব লিলায় সাতক্ষীরা, ভোলা, পটুয়াখালী, চট্টগ্রাম ও বরিশালে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে।
এদিকে উপকূলীয় অঞ্চলসহ সারা দেশেই তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। রিমারের তাণ্ডবে সারা দেশে দমকা হাওয়াসহ ব্যাপক ঝড়-বৃষ্টি বয়ে যাচ্ছে। অনেক অঞ্চলে জলোচ্ছাসের কারণে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। রিমাল তাণ্ডবে এখন পর্য়ন্ত দেশের পাঁচ জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে।
গতকাল রোববার (২৬ মে) থেকে আজ সোমবার (২৭ মে) দুপুর ১২টা পর্যন্ত বরিশাল, ভোলা, পটুয়াখালী,চট্টগ্রাম ও সাতক্ষীরায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।