আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র জিলহজ্জ মাসের চাঁদ দেখা গিয়েছে। ফলে আগামী ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে, এবং পরদিন ১৬ জুন দেশটিতে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে।
বৃহস্পতিবার (৬ জুন) দেশটিতে জিলহজ্জ মাসের চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছে রয়েল কোর্ট। বিশেষ ওই বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। সেই হিসাবে সৌদিতে শুক্রবার (৭ জুন) জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ১৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদ্যাপিত হবে।