আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের সুপার এইটে লিটন কুমার দাসদের নির্বোধ জ্ঞানহীন টেস্ট ম্যাচ স্টাইলে ব্যাটিংয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র ১৪০ রানেই থেমে গেল বাংলাদেশের ইনিংস।
এমন ব্যাটিং উইকেটে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ১৪০ রান টার্গেট দিয়ে জয় কোনোভাবেই সম্ভব নয়, কারণ এই মাঠে সাউথ আফ্রিকা যুক্তরাষ্ট্রের বিপক্ষে ১৯০ এর উপরে রান করেছে, তুলনামূলক দুর্বল যুক্তরাষ্ট্র দল প্রায় ১৭০ রানের উপর রান করেছিল। বাংলাদেশ দল অবশ্যই ভালো রান পেত যদি লিটন কুমার দাশ ২৫ টি বল খেলে মাত্র ১৬ রান না করে কমপক্ষে ৩০ টি করতো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের মন্তব্য ছিল বোর্ড সভাপতি, নির্বাচক ও কোচ হাতুড়ি সিংয়ের পাগলাটে আচরণের কারণে লিটন, সৌম্য, শান্তদের, মতো বাজে ক্রিকেটার বাংলাদেশ দলের স্কোয়াডে বারবার ব্যর্থ হওয়ার পরও সুযোগ পাচ্ছে,ফলে বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন বেহাল ব্যাটিং দশা দেখতে হচ্ছে দর্শকদের।