আওয়ার টাইমস নিউজ।
মুসলিম বিশ্ব ডেস্ক: এ বছর অতিরিক্ত গরমে ১ হাজার ৩০০ জনেরও বেশী হজ যাত্রীর মৃত্যু হয়েছে, এবং মারা যাওয়া হজ যাত্রীদের মধ্যে বেশিরভাগই অনুমতি ছাড়া হজ করতে গিয়েছিলেন বলে জানিয়েছে সৌদি আরব সরকার।
এদিকে এ বছর হজের ব্যবস্থাপনা খারাপ ছিল বলে অভিযোগ করেছেন অনুমতিপ্রাপ্ত ও অনুমতিবিহীন হজযাত্রীরা। তারা জানিয়েছেন, পর্যাপ্ত পরিমাণে বাস না থাকার কারণে তাদেরকে প্রখর রোদের মধ্যে কয়েক ঘণ্টা হাঁটতে হয়েছে। ঠিক এ কারণেই সবচেয়ে বেশি মানুষ হতাহত হয়েছে বলে অভিযোগ করেছেন হজযাত্রীরা।
আবদুল করিম নামের একজন মিসরীয় হজযাত্রীর হজ করার অনুমতি ছিল না। তিনি মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে জানিয়েছেন, হজযাত্রীর সংখ্যা এত বেশি ছিল যে, কর্তৃপক্ষ সবাইকে গরম থেকে রক্ষার ব্যবস্থা করতে পারেনি। এবার এসি সমৃদ্ধ অবকাঠামোর অনেক অভাব ছিল। যারা অজ্ঞান হয়ে গিয়েছিলেন তারা বিনা চিকিৎসায় সেখানে পড়েছিলেন।
১৯৮৫ সালের আগস্টে তাপের কারণে এত হজযাত্রীকে হতাহত হতে দেখা গিয়েছিল। ওই বছর হজ করতে গিয়ে গরমে মারা গিয়েছেন ১ হাজার ৩০০ জনেরও বেশী হজযাত্রী। এ বছরের আগে কোন বছর এমন হতাহতের ঘটনা আর দেখা যায়নি।
প্রসঙ্গত, চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে হজ করেছেন ১৮ লাখের বেশি মানুষ। আর হজ করতে গিয়ে তাপপ্রবাহ ও অতিরিক্ত গরমে ১ হাজার ৩০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সৌদি আরবের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
এদিকে এ বছর হজযাত্রীদের মৃত্যু সংখ্যা ১ হাজার নয় বরং এর থেকেও তিন-চারগুণ বেশি হজযাত্রীদের মৃত্যু হতে পারে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইকে জানিয়েছে সৌদি আরবের একটি বিশেষ নিরাপত্তা সূত্র।