আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: ভারতের সঙ্গে বাংলাদেশের সমঝোতা চুক্তির বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ভারতকে উদ্দেশ্য করে বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে নয়, চুক্তি করতে হবে এ দেশের জনগণের সঙ্গে। মনে রাখবেন, বিনা যুদ্ধে এ দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না।
সোমবার (১ জুলাই) বিকালে মহানগরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন, বিএনপির এ শীর্ষস্থানীয় নেতা।