আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ আবারও দ’খলদার ই’হুদী ই’সরাইলের ভূখণ্ডে একগুচ্ছ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।
বৃহস্পতিবার (১১ জুলাই) হিজবুল্লাহর হামলায় দেশটির উত্তরাঞ্চলের অন্তত একজন নাগরিক গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির একটি জাতীয় সংবাদমাধ্যম।
হিজবুল্লার হামলার বিষয়ে, ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহ পশ্চিম গ্যালিলির কিবুৎজ কাবরি এলাকা থেকে চালানো হয় এই হামলা। এর মধ্যে কয়েকটি রকেট ভূপাতিত করা হলেও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বেশ কয়েকটি আঘাত হানে লক্ষ্যবস্তুতে। কয়েকটি বাড়ি ও গাড়িতে বিধ্বস্ত হয় হিজবুল্লাহর ছোড়া রকেট।