আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিদায়ের মঞ্চটা আগ থেকেই প্রস্তুত ছিল। তবে অপেক্ষা কেবল ছিল রাজকীয় বিজয়ের উৎসব।
সেই উৎসবের নাম বিশ্বকাপজয়ী ডি মারিয়ার রাজকীয় বিদায়ের উৎসব।
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনা ও কলম্বিয়ার মধ্যকার কোপা আমেরিকার ফাইনালে ম্যাচের শ্বাসরুদ্ধকর উত্তেজনা, আর আক্রমণ-পাল্টা আক্রমণের ফুটবল যুদ্ধ শেষে কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের গোলে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপার চ্যাম্পিয়ন ট্রফি দিয়েই ডি মারিয়ার বিদায় রাঙাল আর্জেন্টিনার ফুটবলাররা।
আজ সোমবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬ টা ৩০ মিনিটে খেলাটি শুরু হওয়ার কথা থাকলেও পরে অনাকাঙ্ক্ষিত কারণে প্রায় ১ ঘন্টা ১৫ মিনিট পর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ২৩ বছর পর ফাইনালে ওঠা কলম্বিয়াকে ১-০ গোলে হারের তিক্ত স্বাদ দিলো লিওনেল মেসিরা।
এর আগে, নির্ধারিত ৯০ মিনিটের খেলায় কোনো দলই গোল আদায় করতে পারিনি। ফলে অতিরিক্ত সময়ে গড়ায় কোপা আমেরিকার ৪৮তম আসরের এ শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচটি।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে লাওতারো মার্টিনেজের গোলে জয় পেয়ে সর্বোচ্চ ১৬ বারের মত শিরোপা ঘরে তুলে আর্জেন্টিনা দল।