আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর এলাকাতে হঠাৎ করেই পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে।
আজ বুধবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার পর শিক্ষার্থীদের সাথে পুলিশের এই সংঘর্ষ শুরু হয়েছে।
জানা গিয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা মাস্টারদা সূর্য সেন হলের সামনে অবস্থান নিয়েছেন। আর বিপুলসংখ্যক পুলিশ উপাচার্যের বাসভবনের কাছে অবস্থান নিয়েছে। সেখান থেকে পুলিশের সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করছেন কোটা বিরোধী আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এর আগে টিএসসিতে পূর্ব ঘোষিত গায়েবানা জানাজা পড়তে ব্যর্থ হওয়ার পর ভিসি চত্বরে দুই হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ক্যাম্পাসে কফিন নিয়ে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যেতে শুরু করলে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এরপর কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীরা আবার সূর্য সেন হলের সামনে এসে জড়ো হন। এর পরই শুরু হয় দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষ।