২৪শে জানুয়ারি, ২০২৫, ২৩শে রজব, ১৪৪৬

কোটা আন্দোলনের সমন্বয়কদের খাবার খাইয়ে ছবি প্রকাশ জাতির সঙ্গে মশকরাঃ হাইকোর্ট

আওয়ার টাইমস নিউজ।

নিউজ ডেস্ক: কোটা বিরোধী আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাবার খাইয়ে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট।

আজ সোমবার (২৯ জুলাই) রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

এর আগে, রোববার (২৮ জুলাই) কোটা সংস্কারের গুরুত্বপূর্ণ ৬ সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে নাস্তা করার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। আর সেই প্রেক্ষিতেই এমন মন্তব্য করেন হাইকোর্ট।

এর আগে, রোববার (২৮ জুলাই) রাতে ডিবি হেফাজতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করার ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম।

এমন সংবাদ পরপরই পাল্টা বিবৃতি দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য নেতারা। তারা জানিয়েছ, ডিবি কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে, তা কখনোই জাতির কাছে গ্রহণযোগ্য হতে পারে না। অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্রসমাজ কখনোই মেনে নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

Archive Calendar
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত