আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: ভারতীয় সরকার চায়, যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য দেশে চলে যাক। কিন্তু, তা সম্ভব হয়নি বলে জানিয়েছে একটি বিশেষ সূত্র। তবে ভারত সরকার এখনও পর্যন্ত হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোন মন্তব্য না করলেও, ভারত কোনভাবেই চাচ্ছে না শেখ হাসিনা ভারতে আশ্রয় নিক।
বর্তমানে ভারতে শেখ হাসিনার বোন শেখ রেহানাও তার সঙ্গে আছেন। শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে। তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে। শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যে হেলিকপ্টার নিয়ে এসেছিল, সেটি ভারতের বাইরে চলে যাবে, সেই প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে বলে একটি সূত্র জানাচ্ছে। হেলিকপ্টারে জ্বালানি ভরার কাজ পর্যন্ত শেষ।
এদিকে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে, বাংলাদেশে নতুন করে যে কেউই ক্ষমতায় আসুক না কেন ভারত সরকার বাংলাদেশের সাথে যেকোনো মূল্যে ভালো সম্পর্ক বজায় রাখতে চায়।