আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগ চাইলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।
সোমবার (১২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করেন তিনি।
ইশরাক লিখেছেন, ‘অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনের পদত্যাগ চাই।’
এছাড়াও সাখাওয়াতের পদত্যাগের দাবিতে সারাদেশে বিএনপি নেতা কর্মীদের বিক্ষোভ করতে দেখা গিয়েছে। বিক্ষোভে বিএনপির নেতা কর্মীরা অভিযোগ করেছেন, সাখাওয়াত হোসেন স্বৈরাচার খুনি হাসিনার দালাল, সে কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়? সে কৌশলী আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে। আমরা অবিলম্বে তার পদত্যাগ দেখতে চাই!