আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনার কারণে আমাদের বাংলাদেশের এমন ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না খুঁজে বন্যার্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তারেক রহমান।
আজ শুক্রবার (২৩ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। তিনি আভিযোগ করেন, হঠাৎ করেই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও ভারত বাংলাদেশকে আগাম কোনো সতর্কবার্তা দেয়নি। ফলে বন্যা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতি নেয়ারও সুযোগ পায়নি। ভারতের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণে কারনে বাংলাদেশের লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে ভারতীয় সরকারের তীব্র নিন্দা করেছে।