আওয়ার টাইমস নিউজ
নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর সুবর্ণচর ও আশেপাশের এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলো যখন তাদের ঘরবাড়ি, ফসল, এবং সামান্য সঞ্চিত সম্পদ হারিয়ে নিঃস্ব হয়ে অসহায়ের মতো তাকিয়ে আছে। ভয়াবহ বন্যায় মানবেতর জীবনযাপন করা এসব অসহায় মানুষগুলোর আর্তনাদ দেখে সারাদেশের মানুষ আজ ভীষণভাবে ব্যতীত।
ইতিমধ্যেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ সামগ্রী নিয়ে এসব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন বিভিন্ন সেবামূলক সংগঠন।
জানা গিয়েছে, একতা যুব সংগঠন নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান, নোয়াখালির সুবর্ণচরে ভয়াবহ বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার, চাল, ডাল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন, এ সময় একতা যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেখানকার স্থানীয় বানভাসি মানুষেরা,।
এদিকে একতা যুব সংগঠনটির কর্তৃপক্ষ এমন মহৎ কাজে অংশগ্রহণ করে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, এবং
তারা জানিয়েছেন, ভবিষ্যতে যেকোনো দুর্যোগে দেশের মানুষের পাশে থাকবেন এবং সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।