আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: শক্তিশালী স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে বোলিংয়ে মোটেও সুবিধা করতে পারেনি টাইগার বোলাররা। তবে মেহেদী মিরাজের স্পিন ঘূর্ণিতে দুর্দান্তভাবে পরের সেশনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দল। পাকিস্তানকে ২৭৪ রানেই অলআউট করে দেয় বাংলাদেশ। আর পাকিস্তানকে অলআউট করার মহা নায়ক ছিলেন মেহেদী হাসান মিরাজ। পাঁচ উইকেট শিকার করেছেন তিনি।
দ্বিতীয় টেস্ট প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় দিন (শনিবার) টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে্য আমন্ত্রণ জানায় বাংলাদেশ। পাকিস্তানি বেটাররা টাইগার বোলারদের প্রথম দিকে চেপে ধরলেও দ্বিতীয় সেশনে মেহেদী মিরাজের স্পিন ঘূর্ণিতে খুব একটা বড় স্কোর দাঁড় করাতে পারিনি পাকিস্তান দল। ২৭৪ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।