আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: টেষ্ট ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল পাকিস্তানের মাঠে খেলতে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যানের খাতাটা ছিল সম্পুর্ন ফাঁকা। ১৩ টেস্টে মুখোমুখি হয়ে মাত্র একটি টেষ্ট ড্র করেছিল বাংলাদেশ দল। আর বাকি ১২টিতেই হারতে হয়েছিল টাইগারদের।
তবে এবার নতুন এক অবিশ্বাস্য ইতিহাস সৃষ্টি করেছে নব সেদিন বাংলা টাইগার বাহিনী। প্রথম টেস্টে স্বাগতিক পাকিস্তানকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করার পর
দ্বিতীয় টেস্টে ছয় উইকেটের ব্যবধানে হারিয়ে পাকিস্তান দলকে বাংলাওয়াশ করলো মেহেদি মিরাজ মুশফিকরা।
পাকিস্তানের যাওয়ার আগে বাংলাদেশ দল হয়তো কল্পনাও করেনি এমন শোচনীয়ভাবে পাকিস্তানের মাঠে তাদেরকে বিধ্বস্ত করবে। তবে বাংলাদেশে ছাত্র ও সাধারণ জনতার গণঅভ্যুত্থানের মহা বিজয়ের পর যেন নব শক্তিতে রূপান্তরিত হয়েছে বাংলা টাইগাররা।
দেখে নিন দু-দলের সংক্ষিপ্ত স্কোর।
পাকিস্তান ১ম ইনিংস: ২৭৪
বাংলাদেশ ১ম ইনিংস: ২৬২
পাকিস্তান ২য় ইনিংস: ১৭২
বাংলাদেশ ২য় ইনিংস: (লক্ষ্য ১৮৫) ৫৬ ওভারে ১৮৫/৪ (জাকির ৪০, সাদমান ২৪, শান্ত ৩৮, মুমিনুল ৩৪, মুশফিকুর রহিম অপরাজিত ২২*, সাকিব অপরাজিত ২১* হামজা ১৪-৪-৪৬-১, শাহজাদ ৭-০-৪০-১, আবরার ১৪-৩-৪০-১, আলি ১৭-৩-৩৭-০, সালমান ৪-১-১৭-১)
ফল: বাংলাদেশ ৬ উইকেটে জয়ী
সিরিজ: দুই ম্যাচের সিরিজ বাংলাদেশ ২-০তে জয়ী
ম্যান অব দা ম্যাচ: লিটন কুমার দাস
ম্যান অব দা সিরিজ: মেহেদী হাসান মিরাজ।