আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: বাংলাদেশে প্রত্যর্পণ না করা পর্যন্ত স্বৈরাচার খ্যাত শেখ হাসিনাকে ভারতে থাকা অবস্থায় চুপ থাকতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) ভারতের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া প্রধান উপদেষ্টা ড. ইউনুস একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। গত রোববার ড. ইউনূস ঢাকায় তার সরকারি বাসভবনে এই সাক্ষাৎকারটি দেন।
এ সময় ড. ইউনূস বলেছেন, ‘শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশ অনুরোধ না করা পর্যন্ত ভারত যদি তাকে নিজের দেশে রাখতে চায়, তাহলে তাকে (হাসিনাকে) একদম চুপ থাকতে হবে।