
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দ্বিতীয়বারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
আজ বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার সময় তিনি এ ভাষণ দেবেন। তার এই ভাষণটি বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড ও বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।
এর আগে, গত ২৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এর মধ্যে তিনি পাঁচ সেপ্টেম্বর দেশবাসীকে একটি বিশেষ বার্তাও দিয়েছিলেন।