
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: সাবেক স্বৈরাচার খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতীয় সরকারের কঠোর সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘পুরো পৃথিবীর মানুষ শেখ হাসিনাকে একভাবে দেখেছে, আর তারা (ভারত) দেখছে অন্যভাবে।
গত ১৯ জুলাই সিলেটে কোটা বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সাংবাদিক এটি এম তুরাবের পরিবারের সঙ্গে দেখা করতে বুধবার দুপুরে সিলেট নগরীর যতরপুর এলাকায় যান তিনি।
রুহুল কবীর রিজভী নিহত সাংবাদিক তুরাবের বাসায় তার মা মমতাজ বেগমসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করেন। এরপর তিনি সেখান থেকে বের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন।
সীমান্তে বাংলাদেশিদের দেখামাত্র গুলি করা হয় অভিযোগ করে রিজভী বলেন, “কিছুদিন আগেও মৌলভীবাজারে স্বর্ণা দাস নামে এক কিশোরীকে গুলি করে হত্যা করা হয়েছে।
“কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ-বিএনপির মধ্যে কখনো মারামারিতে ধনঞ্জয়, সুকুমারের মত কেউ মারা গেলে ভারতের পলিসি মেকাররা বিভিন্ন রাজনীতি করার চেষ্টা করেন। কিন্তু সীমান্তে বাংলাদেশিদের পাখির মত গুলি করে হত্যার সময় কারও পরিচয় জানার চেষ্টাও করা হয় না বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন রিজভী।