
আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: গত ৫ আগষ্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে মুখে ভারতে পালিয়ে যায় স্বৈরাচার খ্যাত সাবেক শেখ হাসিনার সরকার। এরপর থেকেই ভারতের ভিসাসংক্রান্ত জটিলতা এবং বিমানবন্দরে হয়রানি বা আটকের ভয়ে অনেকেই ভারতমুখী হওয়া থেকে নিজেদের বিরত রাখছেন। ফলে যাত্রী সংকট এতটাই তীব্র হয়েছে যে, সম্প্রতি একটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইট মাত্র ১২ জন যাত্রী নিয়ে কলকাতায় গিয়েছে। শেষ পর্যন্ত যাত্রী খরায় বন্ধ করে দিলো নভোএয়ারের ভারতগামী ফ্লাইট।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে এয়ারলাইন্সটির ঢাকা টু কলকাতা ফ্লাইট। এমন কথাই জানিয়েছে বিমানটির কতৃপক্ষ।
প্রতিষ্ঠানটির ভারতগামী ফ্লাইট ছিল সপ্তাহে ৭টি। শুধু এই ফ্লাইটেই মাসে প্রায় ২ হাজার ১০০ যাত্রী যাতায়াত করতেন ঢাকা-কলকাতা রুটে। হাসিনা পতনের পর থেকে ফ্লাইট সংখ্যা কমিয়ে ৩টি করা হলেও কোনভাবেই পাওয়া যাচ্ছিল না অর্ধেক যাত্রীও। ফলে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বন্ধ করে দেয় কতৃপক্ষ।