
আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: শক্তিশালী পাকিস্তানকে তাদের মাটিতেই ধবলধোলাই করা বাংলাদেশের সামনে এবার চ্যালেঞ্জ আরেক শক্তিশালী দেশ ভারত।
আত্মবিশ্বাসী টাইগারদের ব্যাপারে ইতোমধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এক নম্বর দল ভারতকে সতর্ক করেছেন দেশটির সাবেক তারকারা। তবে মুশফিক সাকিবদের নিয়ে কোনো মাথাব্যথা নেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। প্রতিপক্ষকে নিয়ে সংবাদ সম্মেলনে একপ্রকার উপহাসই করেছেন তিনি।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সিরিজের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে কথা বলেছেন স্বাগতিক দলের অধিনায়ক রোহিত।
এ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলকে একপ্রকার উপহাস করে রোহিত শর্মা বলেন, ‘সব দলই ভারতকে হারাতে চায়, ভারতকে হারিয়ে তারা মজা পায়। তাদের মজা নিতে দেন। কীভাবে তাদের হারাতে হবে, আমাদের নজর সেদিকে। তারা আমাদের নিয়ে কী চিন্তা করে আর কী বলে, সেটা নিয়ে আমরা চিন্তা করি না। যখন ইংল্যান্ড এখানে এসেছিল, তারাও আমাদের নিয়ে অনেক কিছু বলেছিল। কিন্তু আমরা সেদিকে নজর দেইনি। আমাদের প্রয়োজন ভালো ফলাফল বের করে আনা এবং সেটাই আমাদের লক্ষ্য। ভারত সম্প্রতি অনেক দলের বিপক্ষেই খেলেছে, প্রতিপক্ষ নিয়ে ভাবার চেয়ে দলের একটাই লক্ষ্য ছিল, আর সেটা জয়।
এখন দেখার বিষয় বাংলাদেশ দলের ক্রিকেটাররা ভারতীয় দলের বিপক্ষে ব্যাটে বলের লড়াইয়ে কেমন পারফর্ম করে।