
আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: গাজায় মসজিদে ভয়াবহ বিমান হামলা চালিয়ে কমপক্ষে ২১ জন নিরীহ মা’জলুম ফিলিস্তিনিকে নির্মমভাবে হ’ত্যা করল পৃথিবীর ইতিহাসে স’বচেয়ে নি’কৃষ্ট হা’য়েনা ইহুদী জাতি ই’সলাইলি সামরিক বাহিনী।
আজ রোববার (৬ অক্টোবর) ভোরে ফিলিস্তিনের অবরুদ্ধ মধ্য গাজার দেইর এল বালাহ্ শহরের আল আকসা শহীদ মসজিদে নি’কৃ’ষ্ট দ’খলদার ইসরাইলি হামলায় নিহতের ঘটনা ঘটে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো মসজিদে বোমাবর্ষণ করেছে, যেটি দেইর এল-বালার আল-আকসা শহীদ হাসপাতালের কাছে একটি কেন্দ্রীয় মসজিদে বাস্তুচ্যুত লোকদের আশ্রয় নিয়েছিলেন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।